December 2, 2023, 12:04 am
মোঃ শফিউল ইসলাম (শফিক) দৈনিক সকলের বার্তাঃ দুর্গাপুর নেএকোনাঃ দুর্গাপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলাল উদ্দিন আলাল পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।নেএকোনা দুর্গাপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পৌর শহরের ২৪টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রধান করেন দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধার সন্তান (ধানবীর ) জনাব আলাল উদ্দিন (আলাল)তিনি স্হানীয় সাংবাদিক ও স্হানীয় গনমান্য ব্যাক্তি বর্গকে নিয়ে প্রতিটি মন্দিরে উপস্থিত হয়ে ব্যাক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে ১০ (হাজার )টাকা করে নগদ অর্থ বিতরণ করেন সমাজ সেবক আলাল উদ্দিন (আলাল) ধর্ম যার যার উৎসব সবার বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ধর্ম বর্ণ দেশও দেশের মানুষের জন্য কাজ করছেন শারদীয় দূর্গাপূজা সকলের মাঝে ভাগা ভাগি করে নেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস