October 1, 2023, 3:22 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

দুই বছরেও অগ্রগতি হয়নি কুমিল্লা ছাত্রলীগনেতা দেলোয়ার হত্যা মামলার

এম তানভীর আলম:
২০১৮সালের ২৬ নভেম্বর রাত ৯টায় নির্বাচনী উঠান বৈঠক শেষে ফেরার পথে নিজ এলাকায় খুন হন কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,কুমিল্লা সিটি কর্পোরশনের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী,কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের অধ্যাপক, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের সামভক্সি গ্রামের প্রয়াত আবু মহসিনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন। এই ঘটনার পরের দিন নিহতের বড় ভাই মো.শাহাদাত হোসেন নয়ন বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার এজহার থেকে জানা যায় মামলায় সামবকসি (ভল্লবপুর) গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রেজাউল করিম (৩৫) ও আবুল কালামের ছেলে কাউছারসহ (২৮) অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

বুধবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর মডেল দক্ষিন থানার ওসি মো. মামুন-অর রশিদ।

পুলিশ সূত্র জানায়, নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত রেজাউল একই এলাকার বাসিন্দা। দেলোয়ারের রাজনৈতিক প্রতিপক্ষের সাথে রেজাউলের সখ্যতা রয়েছে। নিহত দেলোয়ারের সঙ্গে ওঠাবসা করা একাধিক দলীয় নেতা ও কর্মী জানিয়েছেন, কুমিল্লা সিটি নির্বাচনের সময় থেকেই রেজাউল তাকে হত্যা করতে পারে, এমন কথা প্রকাশ্যে বলে বেড়াতেন দেলোয়ার। এমনকি মৃত্যুর দু’দিন আগেও একই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মো. মামুন-অর রশিদ বলেন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হত্যার ঘটনায় মঙ্গলবার বিকেলে একটি মামলা হয়েছে।

তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসা কারণে বিভিন্নজনের সাথে দেলোয়ারের মনোমানিল্য ও বিরোধ ছিল বলে তিনি মামলায় উল্লেখ করেন। সহকর্মী ও এলাকাবাসীরও ধারণা এসব বিরোধের জের ধরে দেলোয়ারকে খুন করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে নিজ বাড়ির কাছাকাছি সামবকসি (ভল্লবপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেছনে রাস্তার উপর দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুলিবিদ্ধ দেলোয়ারকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী এবং নিহত দেলোয়ার হোসেনের ঘনিষ্ট জনরা বলেন, দুঃখের বিষয় হলেও সত্য এই দুই ঘটনার দুইবছর ঘনিয়ে গেলে ও এই রহস্যময় মামলার কোন সুরাহা হয়নি, হয়নি মামলার কোন দৃশ্যমান অগ্রগতি, আজও ভেসে ওঠে স্বরণকালের স্রেষ্ট জানাযা নিহত দেলোয়ার এর জানাযা নেমেছিল হাজারো মানুষের ঢল,সবার একটাই চাওয়া এই নৃশংসহ হত্যা কান্ডের যেন সঠিক তদন্ত এবং বিচার হয়, তার দুইটি ছোট্ট এতিম শিশুর ও মনে হয় একই চাওয়া, এই মামলার অগ্রগতি না হওয়ায় জনমনে ক্ষোভ এবং বিচার হীনতার আশংকা বেড়েই চলেছে।তাই এলাকাবাসী এবং তার ঘনিষ্ট জনদের আশা স্থানীয় পুলিশ প্রসাশন এব্যাপারে যথাযোগ্য ব্যাবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com