October 1, 2023, 2:27 pm
মোঃ জসিম উদ্দিন
স্টাফ রিপোর্টার,,দিনাজপুর:
আজ ১৫ নভেম্বর বিকেল ৪:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর এর সাধারণ প্রশাসনের ৩য় শ্রেণির তিনটি ক্যাটাগরিতে চূড়ান্তভাবে মনোনীত মোট ১৫ জন প্রার্থীর হাতে যোগদানপত্র প্রদান করা হয়।
জেলা প্রশাসক জনাব মোঃ মাহমুদুল আলম এঁর নিকট থেকে যোগদানপত্র গ্রহণ করে ও ফুলেল শুভেচ্ছা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীরা।
মানুষের সেবা করার ব্রত নিয়ে সততা ও নিষ্ঠার সাথে তাদের কর্মজীবন শুরু করার নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সানিউল ফেরদৌস, নেজারত ডেপুটি কালেক্টর জনাব মোঃ শাহনূর রহমান ও সহকারী কমিশনার জনাব মোঃ এমদাদুল হক শরীফ উপস্থিত ছিলেন।