December 2, 2023, 12:03 am
নিরানন্দ রায় (স্পেশাল রিপোর্টার ) পার্বতীপুর দিনাজপুর:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন কালী মন্দিরে দুটি মণ্ডপের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা,গভীর রাতে বলে জানায়।
শনিবার রাতে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে জানায় স্থানীয়রা।
রবিবার সকালে ঘুম থেকে উঠে বিষয়টি দেখতে পায় এলাকার লোকজন। চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের শ্রী শ্রী মা চিবুকা দেবী সার্বজনীন কালী পূজা মণ্ডপ ও বৈদেশির হাট কালী মাতার মন্দিরে এই ঘটনা ঘটে।
ঘটনা খবর পেয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ও উপজেলার পুজা উদ্্পন পরিষদের আহ্বায়ক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়সহ অন্যান্য কর্মকর্তাগণ।
চিরিরবন্দর পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘”ঘটনাস্থল পরিদর্শন করেছি, তবে আয়োজকরা মামালা করেনি, সকলের সাথে আলোচনা করে পরবর্তিতে স্বীদ্ধান্ত নেওয়া হবে।
চিরিরবন্দর উপজেলা পুজা উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায় আরও বলেন, “‘উপজেলার শ্রী শ্রী মা চিবুকা দেবী সার্বজনীন কালী মণ্ডপ ও বৈদেশির হাট কালী মাতার মন্দিরের আশপাশের লোকজন সকালে ঘুম থেকে উঠে মণ্ডপের মা কালীর প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান”।এমন্থা অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কালী মাতার প্রতিমার সম্পুর্ন অংশ ভাঙা অবস্থায় মাটিতে পরে থাকতে দেখতে পায়। প্রতিমাগুলোর মাথা ভেঙে ফেলেছে দুর্বত্তরা। স্থানীয়দের ধারণা কালী মাতার প্রতিমা অন্যান্য প্রতিমার চেয়ে উঁচু শক্তিশালী হওয়ায় দুর্বৃত্তরা কালী মাতার মূর্তি ভেঙ্গেছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন, ‘”ঘটনাস্থল পরিদর্শন করেছি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং আউলিয়াপুকুর ইউ পি
চেয়ারম্যান মোঃ হাছিবুল হাসান (হাসিম বাবু),
শ্রী নারায়ন চন্দ্র রায় সদস্য সচিব বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখা, শ্রী নবীন চন্দ্র রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চিরিরবন্দর উপজেলা শাখা, শ্রী দুলাল চন্দ্র রায় সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৭নং আউলিয়াপুকুর ইউ পি, শ্রী মিহির কুমার রায় সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৭ নং আউলিয়াপুকুর ইউ পি শাখা।