October 2, 2023, 4:08 am
মোঃ জসিম উদ্দিন
স্টাফ রিপোর্টার,(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট থানা পলিশ অভিযান চালিয়ে ভূট্টার ট্রাক থেকে ১৮২ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার সহ ৩ জনকে অাটক করে জেল হাজতে প্রেরণ করেছে ।
দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার রানীগঞ্জ বাজারে ট্রাক নং-( ঢাকা মেট্রো -ট-১৩-১২৭৬)
থেকে এ সব ফেন্মিসডিল উদ্ধার করে পুলিশ।
জানা গেছে,,ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি)আজিম উদ্দিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর আব্দুস সোবহান উপ-সহকারী সাব-ইন্সপেক্টর আতিক গোপন সংবাদের ভত্তিতে ১৩ নভেম্বর শুক্রবার রাত আড়াই টায় সঙ্গীয় ফোর্স সহ দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার রানীগঞ্জ বাজারে দ্রতগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশী করে। ভুট্টার বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ সময় পুলিশ চালকসহ ৩ জনকে অাটক করে। অাটককৃতরা হলেন, চালক দিনাজপুরের চিরির বন্দর নারিয়া টেকর(কোনপাড়া) কাউগা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম(৩৪),
হেলপার মৃত নুরুজ্জামানের ছেলে বিলাল হোসেন(৩২), এনতাজ আলীর ছেলে এনামুল(১৮)। অাটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবং ফেন্সিডিল বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।