December 1, 2023, 2:14 pm
সাইফুল আলম, স্টাফ রিপোর্টার:ময়মনসিংহের ত্রিশালে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ত্রিশাল উপজেলা সেচ্ছাসেবক লীগ।
ত্রিশাল উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল শান্তর নেতৃত্বে এই উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্রর হাত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল শান্ত, যুগ্ন আহ্বায়ক- ইমাম হোসেন সাজু, ইব্রাহিম খলিল নয়ন, আব্দুল আল মাসুদ খান, মুক্তা সরকার।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্যবৃন্দ ও পৌর সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।