September 23, 2023, 12:31 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে ফুলবাড়ীবাসী পাইকগাছায় জন্ম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত জমজ তিন শিশু কন্যা : অর্থ সংকটে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত নন্দীগ্রামে জায়গা দখল নিতে সংখ্যালঘুদের মারধর, মাথায় হাসুয়ার কোপ রংপুরে স্বপ্ন জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু টাকা দিয়ে দফারফা রংপুরে তৃপ্তি নামে এক নারীর রহস্যজনক মৃত্যু চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের ফুলের শুভেচ্ছা বিনিময় হরিপদ কাপালী বাংলাদেশ১৯৯৬ সালে ধানের নতুন যে তিনি উদ্বোধন করেন

ত্রিশালে ভোক্তা অধিকার অাইনে মোবাইল কোর্টের জরিমানা

সাইফুল অালম, স্টাফ রিপোর্টার:অাজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোক্তার স্বার্থ রক্ষায় ভোক্তার অধিকার সংরক্ষন অাইন ২০০৯ অনুসারে একজন ব্যবসায়ীকে পণ্যের হালনাগাদ মূল্যের তালিকা না থাকায়
সহকারী কমিশনার ভূমি ত্রিশাল তরিকুল ইসলাম ৫০০০টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সোনালী অাশ “পাটের” ব্যবহার
বৃদ্ধি এবং নির্ধারিত পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে ত্রিশালের পৌর বাজারের মোদক পট্রি চালের দোকানে পাটের বদলে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে দুইজন (০২) দোকান মালিককে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার অাইন ২০১০ অনুসারে দুইটি মামলায় ১২০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

ভোক্তার স্বার্থ রক্ষায় বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মিষ্টির ভারী প্যাকেট (প্রায় ২৫০ গ্রাম) ব্যবহারের মাধ্যমে ভোক্তাকে ওজনে কম পণ্য দেয়ার অভিযোগে দুইজন মিষ্টি বিক্রেতাকে দুটি (০২) মামলায় ৭০০০টাকা অর্থদন্ড প্রদান করেন।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় মোট পাঁচটি মামলায় সর্বমোট ২৪০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, পিয়াঁজের বাজারে সাম্প্রতিক অস্থিরতা নিরসনে আজ উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। এসময় পাইকারি ও খুচরা বাজারে পিয়াজের দাম মানভেদে ৫৫-৭০ টাকা পাওয়া যায়। মোটামুটি সকল দোকানে হালনাগাদ মূল্য তালিকা পাওয়া যায়। সকল বিক্রেতাকে নির্দিষ্ট মুনফায় ব্যবসা পরিচালনা করতে নির্দেশনা প্রদান করা হয়। গুজবের বশবর্তী হয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানে ত্রিশাল থানা পুলিশ সহায়তা প্রদান করেন।

জনস্বার্থে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানায় ত্রিশাল উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com