October 1, 2023, 3:13 pm
সাইফুল আলম, স্টাফ রিপোর্টার:
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ময়মনসিংহের ত্রিশালে মডার্ন স্পোর্টিং ক্লাব ও জ্ঞানকোষ পাঠাগারের ১১ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বৃক্ষরোপন, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালন করা হয়েছে।
৩ দিন ব্যাপী অনুষ্ঠান মালার আজ ছিল সমাপনি দিন।
রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড সোগার পরীক্ষা ও মাস্ক বিতরণের মধ্য দিয়ে শুরু হওয়া কার্যক্রমের সমাপ্তিতে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ।
ক্লাব ও পাঠাগার সভাপতি মোঃ সুরুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলধ্বনি সংঘের সভাপতি মাজহারুল ইসলাম (জুয়েল), যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাখাওয়াত হুসেন তালুকদার, ত্রিশাল নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, মডার্ন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমেদ প্রমূখ।