October 1, 2023, 4:27 pm
সাইফুল আলম, স্টাফ রিপোর্টার:সহযোগিতার মাধ্যমে মানবিকতা প্রকাশ যেন তাদের মনের খোঁড়াক। এই মনের চাহিদা পূরন করতেই ত্রিশালে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। কিভাবে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত লোকজনকে তাদের ন্যায্য অধিকার প্রাপ্তিতে সহযোগিতা করা যায় তা নিয়েই ব্যস্ত সময় পার করছে এ অঞ্চলের স্বেচ্ছাসেবকগণ।
এমন প্রতিযগিতা দেখতে কার ভালো না লাগে!
কোন কোন সংগঠন আবার তাদের এই সেবামূলক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই উপজেলা ছাড়িয়ে অন্য উপজেলা, জেলা গুলোতেও।
শুধু ত্রিশালের কথা চিন্তা করলে প্রথমেই বলতে হয় ত্রিশাল হেল্পলাইন সম্পর্কে। ত্রিশাল হেল্পলাইন এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে নতুন প্রজন্মসহ এমন লোকজন সুবিধা পাচ্ছে, যারা ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধাকে কাজে লাগাতে পারছে।
ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন, তাদের অজানা কোন তথ্য জানার জন্য এই প্লাটফর্মে শেয়ারের মাধ্যমে জানা সম্ভব হচ্ছে। অনেকেই আবার শেয়ার করছেন, উপদেশ মূলক বা শিক্ষামূলক কোন গল্প, পরামর্শ ও সতর্কতা মূলক পোস্ট। যার ফলে বাড়ছে সচেতনতা, তৈরি হচ্ছে সুরক্ষা বলয়।
ত্রিশাল হেল্পলাইনের সাধারণ সম্পাদক এস এম ফয়সাল বলেন, “ত্রিশাল হেল্পলাইন” ত্রিশালের সার্চ ইঞ্জিন হয়ে কাজ করছে। ভবিষ্যতে আমাদের এই গ্রুপটি শুধুমাত্র ফেইসবুকে সীমাবদ্ধ না থেকে ত্রিশালে স্থায়ী কার্যালয় নিয়ে এক সুস্থ ত্রিশাল বিনির্মানে কাজ করবে। ত্রিশালের প্রতিটি ইউনিয়নে, এমন একটি প্লাটফর্ম ভবিষ্যৎ ত্রিশালের জন্য উজ্জ্বল দ্যুতি ছড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আমাদের ত্রিশাল ছাড়িয়ে যে সংগঠনটির ব্যাপ্তি ছাড়িয়েছে অন্যান্য উপজেলা, জেলা গুলোতেও তেমনই একটি স্বেচ্চাসেবী সংগঠন হলো সঞ্জীবন। এই সংগঠনটি তাদের সহযোগিতামূলক সামাজিক কাজের ব্যপ্তি ছড়িয়ে দিতে পেরেছে দেশের বিভিন্ন জেলা, উপজেলা গুলোতেও। তারা সমাজের বিভিন্ন অবহেলিত প্রাকৃতিক দূর্যোগ কবলিত জনগোষ্ঠীকে খাদ্য, বস্ত্র, শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করে থাকে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে তারা তাৎক্ষণিক অর্থ সংগ্রহ করে তা দূর্গতদের মাঝে বিতরণ করে থাকে।
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্কুল-কলেজে ক্যাম্পেইন ও রক্তের গ্রুপ নির্ণয় করে রক্তদানে উৎসাহিত করতেও তারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে।
বিভিন্ন মূমূর্ষ্য ব্যক্তিকে বাঁচাতে অনেক সময় জুরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। এই রক্তের যোগান দিতেও সঞ্জীবন সর্বাত্নক চেষ্টা চালায়।
“সেবাই হোক ব্রত, ভালোবাসায় হোক পাথেয়” এই স্লোগান নিয়ে ২০১৬ সাল থেকে মানবতার পথে কাজ করে যাচ্ছে স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন “হাত বাড়াও”।
ত্রিশালের খেটে খাওয়া মানুষ, বন্যায় কবলিত মানুষ সহ অসহায়দের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা করে থাকে এই সামাজিক সংগঠনটি। এছাড়াও বিভিন্ন উৎসব, যেমন- ঈদে ঈদ সামগ্রী বিতরণ করে থাকে। এই সংগঠনটি জুরুরী প্রয়োজনে রক্তের যোগানও দিয়ে থাকে।
ত্রিশালের আরেকটি স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন হলো দ্যা স্টুডেন্টস অফ অয়েলফেয়ার এসোসিয়েশন। এই সংগঠনটিও অল্প সময়ে বিভিন্ন সামাজিক কাজে বহুদূর এগিয়েছে। সমাজের মানুষের কল্যাণে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে সুনাম কুঁড়িয়েছে।
সমাজের অশিক্ষিত, পিছিয়েপড়া জনগোষ্ঠীকে খোঁজে খোঁজে সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহযোগিতা করে যাচ্ছে এই সংগঠনটি।
ত্রিশাল উপজেলাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে স্বেচ্চাসেবী সংগঠন “বিডি ক্লিন ত্রিশাল” এর যাত্রা শুরু হয়েছে।
এছাড়াও ‘পথ শিশু কল্যাণ ফাউন্ডেশন (ত্রিশাল শাখা), ত্রিশাল ব্লাড ডোনেশন ক্লাব, স্বপ্নবিলাস এসোসিয়েশন, জাহিদ ফাউন্ডেশন এবং আরও অনেক স্বেচ্চাসেবী সংগঠন মানবিক কাজে বিশেষ ভুমিকা রেখে চলেছে।