October 2, 2023, 4:35 am
সাইফুল আলম, স্টাফ রিপোর্টার:
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মোহাম্মদ (সা) কে নিয়ে অবমাননাকর কার্টুন প্রদর্শনের বিরোদ্ধে ও ফ্রান্সের পণ্য বয়কটে ময়মনসিংহের ত্রিশালে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে ৩১ অক্টোবর শনিবার বিকেলে গো হাটা জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের শাহজালাল হোটেলের সামনে জমায়েত হয়ে বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মুফতি জহিরুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মুফতি আব্দুল মালেক, মাওলানা তোফায়েল আহমেদ, মৌলভী আবু তাহের প্রমূখ।