October 1, 2023, 4:13 pm
সাইফুল আলম, স্টাফ রিপোর্টার:ময়মনসিংহের ত্রিশালে আজ ১৮ অক্টোবর রবিবার উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল পালিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ইকবাল হোসেন,উপজেলা কৃষক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জ্বল, সাখুয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধাণ সম্পাদক হুমায়ুন কবির সরকার , ধানীখোলা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মামুন, কাঁঠাল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন প্রমুখ।