September 23, 2023, 1:52 am
সাইফুল অালম, স্টাফ রিপোর্টার:ময়মনসিংহের ত্রিশালে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে কানিহারী ইউপি-ধলা বাজার সড়কের সাড়ে চার কিলোমিটার পাকাকরণ কাজের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য অালহাজ্ব হাফেজ মাওলানা রুহুল অামিন মাদানী এমপি।
ধলা স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে
অায়োজিত এক অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি বলেন, শেখ হাসিনার সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবেই ত্রিশালের রাস্তা, ব্রীজ, কালভার্টসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন চলমান রয়েছে। তিনি অারও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নয়নের বাংলাদেশ গড়তে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অগ্রাধিকার ভিত্তিতে যে কাজ বেশি গুরুত্বপূর্ণ সে কাজ অাগে করা হবে বলেও তিনি জানান।
এলজিইডি ত্রিশাল, ময়মনসিংহ এর বাস্তবায়নাধীন এই কাজটির ওয়ার্ক ওয়ার্ডার পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কে কে এন্টারপ্রাইজ।
বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, আওয়ামীলীগনেতা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হামিদুর রহমান, আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ.এন.এম শোভা মিয়া আকন্দ, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমিন মৃর্ধা, উপজেলা সহকারী প্রকৌশলী শামসুল হুদা প্রমূখ।