October 1, 2023, 4:00 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

ত্রিশালে উদ্বোধনের অপেক্ষায় প্রধানমন্ত্রীর উপহার : ৫০ পরিবার পাবে জমিসহ ঘর

সাইফুল আলম, স্টাফ রিপোর্টারঃ

মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘর। “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে গৃহ ও ভূমিহীন পরিবারের জন্য নির্মিত হয়েছে ঘরগুলো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ত্রিশাল উপজেলার বিভিন্ন স্থানে গৃহ ও ভূমিহীন ৫০ পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে এ ঘরগুলো।

আশ্রায়ন প্রকল্প ২ এর আওতায় সরকারি খাস জায়গায় ২ শতাংশ জায়াগার উপর একটি ঘরের জন্য মোট ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব ঘরে দুইটি কক্ষ, বারান্দা, টয়লেট, রান্নাঘরসহ সকল ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। ঘরগুলো নির্মাণে সার্বিক তদারকি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

ঘর পাবে এমন হতদরিদ্র গৃহহীন আয়েশা আক্তার বলেন, আমরা ঘর পেয়ে খুব খুশি। আমাদের মা-বাবা নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। উনি আমাদেরকে সন্তানের মতো ভালোবেসে ঘর দিয়েছেন। আল্লাহ আমার মা কে হাজার বছর বাচিয়ে রাখুক।

রামপুর ইউনিয়নের গফাকুঁড়ি গ্রামের সুরুজ মিয়া বলেন, আমরা কোনদিনও এতো ভালা ঘর বানায়া থাকতে পারতাম না। আমরা এতোদিন খুব কষ্ট করে ভাঙা ঘরে সরকারী জায়গায় থাকছি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের কষ্টের কথা ভেবে ঘর কইরা দিতাছে। এখন শান্তিতে থাকতে পারবো।

একই গ্রামের জুবেদা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জায়গাসহ ঘর দিচ্ছেন। এতে আমি খুবই খুশি। ছেলে মেয়েদের নিয়া পাকা ঘরে থাকতে পারবো।

ত্রিশালের এসিল্যান্ড তরিকুল ইসলাম তুষার জানান, ইতোমধ্যে ঘরগুলো নির্মাণের কাজ শেষ হয়েছে। শুধু রংয়ের কাজ বাকি আছে। আশা করি দ্রুত সময়ে কাজ শেষ করে ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে বরাদ্দকৃত ভূমি ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এই ঘরগুলো মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। আমরা চেষ্টা করেছি এই সীমিত সময়ের মধ্যে বরাদ্দকৃত অর্থ দিয়ে ভালো মানের ঘর তৈরি করে দিতে। যারা এই ঘরগুলো পাওয়ার উপযুক্ত তাদেরকেই বাছাই করার চেষ্টা করেছি। আশা করছি ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ভূমি ও গৃহহীনদের মাঝে রেজিস্ট্রি মালিকানা দলিলসহ ঘরগুলো হস্তান্তর করতে পারবো।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com