September 25, 2023, 2:12 am
হাওড় অঞ্চল প্রতিনিধি মোঃ ঝুটন মিয়া কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিতব্য জন্মনিবন্ধন ও প্রাথমিক শিক্ষা প্রদক। স্কাউট সহ টানা তিনবারের মত শ্রেষ্ঠোত্তর হ্যাটট্রিক করলেন অষ্টগ্রাম উপজেলার সুদক্ষ
নির্বাহী অফিসার মোঃহারুন -অর-রশিদ। আজ( মঙ্গলবার) বিকাল ৪ টার সময় জেলা পর্যায়ে টানা তিন বারের শ্রেষ্ঠ হওয়ার কথাশুনে হাওরবাসী আজ আমরা আনন্দিত এবং গর্বিত। এ রকম ইউএনও আমাদের হাওর এলাকার চির সবুজের দেশ অষ্টগ্রাম উপজেলায় থাকার প্রযোজ্যময়।কারন অষ্টগ্রান উপজেলায় আসার পর থেকেই এ উপজেলায় বিভিন্ন প্রসংসনীয় কাজ করেছেন যেমন হাওরের অলঅয়েদার সড়কের নিরাপদ রাকা সহ।পর্যটকের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাস্তুল জিরো পয়েন্টে আই লাভ ইউ অষ্টগ্রাম।ফটো সেশন গড়ে তুলেছেন এছাড়াও দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অব্যবস্থাপনা অযোগ্য ভুয়া বালু তুলার ড্রেজারের বিরুদ্ধে অব্যাহতি রাখেন।আজ অষ্টগ্রামবাসীর সত্যিই নিঃসন্দেহে আনন্দের দিন যাহা পূর্বের কোন ইউএনও করেনি। ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার চিন্তা চেতনাও দক্ষতা দিয়ে এই উপজেলার সকল সেক্টর কে আন্তরিকতার সহিত চালিয়েছেন মোঃ হারুন- অর- রশিদ।