October 1, 2023, 2:31 pm
সৈয়দ আলম( টেকনাফ) উপজেলা প্রতিনিধি:
টেকনাফ সদর স্বেচ্ছাসেবক লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ৭ নভেম্বর বিকাল ৪টায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) আহবায়ক রহমত উল্লাহর সভাপতিত্বে অনুুুুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, তরুন জননেতা সরওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মতলব, মিলন শর্মা, সাইফুল ইসলাম।
সদর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক আনোয়ার হোছনের পরিচালনায় বক্তব্য রাখেন টেকনাফ সদর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাশা, নুরুল আমিন, আমান উল্লাহ আমান, রবিউল আলম, মনজুর আলম, টেকনাফ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ১নং ওয়ার্ডের মোহাম্মদ ইব্রাহিম, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি নুরুল আমিন, ৩নং ওয়ার্ডের ফরহাদ,মোঃ হোসেন,৫ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন,মো হানিফ, ৭নং ওয়ার্ডের ছৈয়দ হোসেন,মোঃ শফিক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম বলেন আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আরো বড্ড ভূমিকা পালন করতে হবে। দেশ মাতৃকা রক্ষার্থে জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই আমাদের সংগঠনে মাদকের সাথে জড়িত এমন কারো স্থান নেই, থাকতে পারেনা। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি সুশৃঙ্খল সংগঠন, এটার মান ক্ষুন্ন করার মনমানসিকতা নিয়ে কেউ যেন কমিটিতে অনুপ্রবেশ করতে না পারে।
টেকনাফ সদর ও প্রতি ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে মাধ্যমে কমিটির গঠনের নির্দেশনা দেন।