December 1, 2023, 1:22 pm
সৈয়দ আলম,( টেকনাফ) প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালীর এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করে থানায় জিডি করেছে পরিবার।
পরিবার সূত্র জানা যায়,গত বুধবার (১৪অক্টোবর) সকাল আনুমানিক১০.০০ দিকে স্থানীয় সিএনজির ড্রাইভার আবুল হাশেমের পুত্র রাকিব উল্লাহ(১৭)গত
বুধবার টেকনাফে শপিং করতে বের হয়ে এখনো অব্দি বাড়ি ফিরে বলে অভিযোগ করেছে পরিবার। নিখোঁজ রাকিব উখিয়া জালিয়াপাং ইউনিয়নের
মাদাদবনিয়া উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী।
আবুল হাশেম বলেন,” তার গায়ের রঙ ফর্সা পরনে ছিল কালো ফুল শার্ট ও পেন্ট। সেই পরিবারের একমাত্র ছেলে।বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজির করেও সন্ধান পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা মোবাইল ফোন বন্ধ রয়েছে। কারো সাথে কোন ধরনের শত্রুতাও নেই।সেই কোথায় আছে তা নিয়ে শঙ্কিত আমরা তার সন্ধানে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি”।
গতকাল টেকনাফ মডেল থানায় তার নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে।টেকনাফ মডেল থানা জিডি নং ৭৪৯/১৮/১০/২০ ইংরেজি। কোন সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে নিন্মুক্ত নং যোগাযোগ করার জন্য অনুরোধ করছেন পরিবার (01813697631)