October 2, 2023, 5:46 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

টেকনাফ পৌরসভায় মেয়র শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সৈয়দ আলম (, টেকনাফ) প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ১৭ সেপ্টেম্বর ২০২০ মেয়র শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণ ২০১৯ খ্রিঃ তৃতীয় বর্ষের অনুষ্ঠানে পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে এবং পৌরসভার প্রধান সহকারী মুর্শেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার এমদাদ হোসেন।

অনুষ্ঠানে মেয়র হাজ্বী মোঃ ইসলাম বলেন, ‘শিক্ষা থেকে অনেক পিছিয়ে থাকা টেকনাফ উপজেলা এখন শিক্ষার মান উন্নয়নে সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে টেকনাফ পৌরসভার অর্থায়নে মেয়র শিক্ষা বৃত্তির মাধ্যমে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতা। এতে টেকনাফ উপজেলার শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাবে।’ মেধা বিকাশের জন্য এই উদ্যোগটি অত্র পৌরসভার শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে অনুসরণ করা হয়।সৌহার্দ্য, সম্প্রীতি, উদারতা ও অসাম্প্রদায়িকতার মনোভাবকে ধারণ ও লালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ মহিউদ্দিন ফয়েজী, ইঞ্জিনিয়ার পরাক্রম চাকমা, প্যানেল মেয়র-১ মৌলানা মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, কাউন্সিলর শাহ আলম, কাউন্সিলর আবু হারেছ, কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর, কাউন্সিলর হোছন আহম্মদ, কাউন্সিলর রেজাউল করিম মানিক, কাউন্সিল মনিরুজ্জামান, মহিলা কাউন্সিলর নাজমা আলম ও দিলরুবা খানম। টেকনাফ পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ বিভিন্ন স্কুল মাদ্রাস থেকে বৃত্তি প্রাপ্ত ২২ মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট,ব্যাগ,সনদ,শিক্ষা সামগ্রী ও নগদ টাকা তুলে দেন।এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com