December 1, 2023, 2:02 pm
সৈয়দ আলম[ টেকনাফ ] উপজেলা প্রতিনিধিঃ
হ্নীলা বায়তুল জাব্বার জামে মসজিদের ঈমাম মাওলানা নুরুল ইসলাম জানান,মহান আল্লাহর রহমতে ছেলেকে ফিরে পেয়ে নিজে একটু সুস্থতাবোধের পাশাপাশি পরিবারে স্বস্তি ফিরেছে।
এই ছেলের সন্ধান লাভের পর ফিরে আসা ছাত্রের মা ফরিদা বেগম জানান,এই ছেলে নিরুদ্দেশ থাকায় আমার খাওয়া-ধাওয়া ও চোখে ঘুম ছিলনা। মহান আল্লাহর রহমতে ছেলেকে ফিরে পাওয়ায় স্বস্তির নিঃশ^াস ফেলছি। ছেলেকে ফিরে পাওয়ায় আল্লাহর নিকট অশেষ শুকরিয়া আদায় করছি।
উল্লেখ্য, চলতি মাসের গত ১লা নভেম্বর দুপুর দেড়টারদিকে হ্নীলা সুলিশ পাড়ার মৌলভী নুরুল ইসলামের পুত্র এবং হ্নীলা জামেয়া দারুস সুন্নাহ হেফজ বিভাগের ছাত্র ওমর ফারুক [১৪] কে ভাত খাওয়ার পর বাবা হেফজখানায় পাঠিয়ে দেন। পরদিন হতে হেফজখানার এই ছাত্র নিখোঁজ ছিল। অবশেষে ২১দিন পর বাড়ি ফিরে আসায় সকলের মধ্যে স্বস্তি ফিরেছে।