October 1, 2023, 4:28 pm
সৈয়দ আলম[টেকনাফ] উপজেলা প্রতিনিধি:
টেকনাফে ব্যাগ ভর্তি ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব সদস্যরা। ধৃতদের থানায় সোর্পদ করা হয়েছে।
র্যাব সুত্র জানায়,৬মার্চ (শনিবার) ভোররাতে কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ বরইতলীর বায়তুর রহমান জামে মসজিদের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উত্তর লম্বরীর মৃত মাহবুর রহমানের পুত্র শামসুল আলম (৩০) এবং ফজল আহমদের পুত্র জামাল হোসেন (৩৬) কে একটি প্লাস্টিকের বস্তা ও ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে বস্তা ও ব্যাগ তল্লাশী চালিয়ে ৪৯হাজার ৫শ পিস ইয়াবা ও মাদক বিক্রির কিছু নগদ টাকা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।।।