December 1, 2023, 2:07 pm
সৈয়দ আলম( টেকনাফ) উপজেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে
টেকনাফের রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করেছে।
সুত্র জানায়, ১০নভেম্বর [ মঙ্গলবার ] সকাল সাড়ে ১১টারদিকে কক্সবাজার ১৬এপিবিএন পুলিশের ঊনছিপ্রাং রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের এসআই আনোয়ারুল হক সর্ঙ্গীয় টহল দল নিয়ে অভিযান চালিয়ে ১৮৪৪নং রুমের ব্লক সি ১ এর বাসিন্দা মোঃ গুরা মিয়ার ছেলে সৈয়দুল আমিন[ ৩০ ]একই ব্লকের ১৮৪০ নং রুমের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে নুর হোসেন [ ২৫] এবং ব্লকের সি ১০১৫নং রুমের বাসিন্দা মোঃ নুর ইসলামের ছেলে আইয়াস [ ২৬ ] কে ২৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে আটক করেন।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃ দের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে ১৬এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম নিশ্চিত করেন।।।