October 1, 2023, 2:59 pm
সৈয়দ আলম, টেকনাফ, প্রতিনিধি:হ্নীলার লেদার চিহ্নিত ডাকাত জামালকে দেশীয় অস্ত্রসহ আটকের পর তার সন্ত্রাসী ছেলেরা প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে বলে ভূক্তভোগী পরিবার দাবী করেন।
গত ৮ই অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএন সদস্যরা ডাকাত জামালের বড় ছেলে হামিদ,দেলোয়ারকে গ্রেফতার করতে অভিযানে যায়। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতে টের পেয়ে ডাকাত হামিদ ও দেলোয়ার গংরা পালিয়ে যায়। এরপর থেকে তারা বেপরোয়াভাবে অস্ত্র নিয়ে স্থানীয় প্রতিপক্ষ নুরুল ইসলাম ও তার পরিবারকে প্রাণে মারা, ঘরে আগুন জ্বালিয়ে দেয়াসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে বেড়াচ্ছে। এদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়েরের পর থেকে তারা চরম হুমকির মুখে জীবন -যাপন করছেন বলে স্থানীয় সংবাদ কর্মীদের জানান নুরুল ইসলামের পরিবার।এমন অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ভুক্তভোগী নুরুল ইসলাম আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।