September 23, 2023, 2:06 am
সোহেল শেখ সিনিয়র স্পেশাল রিপোর্টার গোপালগঞ্জ:
গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া উপজেলার,সকল ইউনিয়নের , ঘর প্রতি নেওয়া হচ্ছে ট্যাক্স। প্রথমে করনার পূর্বে নেওয়া হয়েছে ঘর প্রতি ৫০ টাকা। বর্তমানে বকেয়া এবং চলতি বছরের টাকাসহ বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হচ্ছে ট্যাক্স।চলতি বছর ব্যাক্তি বিশেষ ঘর প্রতি ১০০, টাকা ,, ২০০টাকা ও ৫০০ টাকা করে নাম তালিকা ভুক্ত করে, হোল্ডিং নাম্বার অনুসারে টাকা নিয়ে রশিদ প্রদান করছে বলে জানা যায়।
বিশেষ উল্লেখ্য যে,, বর্তমানে ইউনিয়ন পরিষদে কোনো কার্যক্রম – যেমন – নাগরিক সনদ,ওয়ারিস সনদ, জন্ম নিবন্ধন ইত্যাদির ক্ষেত্রে এ পরিশোধ কৃত ট্যাক্সের কপি দেখাতে হয়।
পাটগাতী ইউনিয়ন পরিষদের অধীনে কর্মরত ট্যাক্স আদায়কারী আমীর শেখ বলেন প্রতিটি হোল্ডিং প্রাপ্ত ব্যাক্তিকে নির্ধারন করা চেয়ারম্যান ও মেম্বার কর্তৃক ট্যাক্স পরিশোধ করতে হবে বর্তমান ২২ সাল পর্যন্ত। করনায় সময় বিভিন্ন জটিলতার জন্য ট্যাক্স না নেওয়ায় তিনি পাটগাতী ইউনিয়ন ব্যাপী ট্যাক্স আদায়ের কার্যক্রম পরিচালনার দ্বায়িত্ব পালন করছেন,,এবং ৫০ টাকা মূল্যের একটি করে বই বিক্রি করছেন। যে বইতে আদায়কৃত অর্থ, সন,ও তারিখ উল্লেখ করা সহ তার সই থাকবে।
এলাকার জনসাধারণের কাছে জানতে চাইলে দৈনিক সকলের বার্তা পত্রিকাকে, এলাকার অধিকাংশ মানুষ বলেন বকেয়া ট্যাক্স সহ একসাথে সম্পুর্ন ট্যাক্স দেওয়া কষ্টসাধ্য হচ্ছে, তারা বলেন সকলের পারিবারিক সচ্চলতা এক রকম নয়, তাই অনেকেরই ২০২২ ইং সাল পর্যন্ত পুরোপুরি ট্যাক্স পরিশোধ করতে পারছে না।ইউনিয়ন পরিষদের আদায়কারী আমীর শেখ বলেন, যে ব্যাক্তি সম্পুর্ণ ট্যাক্স তার কাছে পরিশোধ না করছে, তাকে বাকি থাকা ট্যাক্স ইউনিয়ন পরিষধে গিয়ে পরিশোধ করতে হবে। অন্যথায় ওই ব্যাক্তি পরিষদের বিভিন্ন সুবিধাজনক কার্যক্রমের সুবিধা ভোগের ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে পারে।।।
পরবর্তী সংবাদের জন্য দৈনিক সকলের বার্তা আন্তর্জাতিক অনলাইন পত্রিকার সাথে থাকার অনুরোধ রইলো।।