October 1, 2023, 4:12 pm
রাকিব চৌধুরী, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নেতৃত্ববৃন্দ শ্রদ্ধা নিবেদন করেছেন ।
আজ সোমবার দুপুরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেখ ফজলে শামস পরশ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য, মনজুর আলম শাহিন, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, প্রেসিডিয়াম সদস্য ,শেখ সোহেল, প্রেসিডিয়াম সদস্য, এমপি নিক্সন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার সুমন, প্রেসিডিয়াম সদস্য, আবু আহমেদ নাসিম পাভেল, প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী ও স্থানীয় আওয়ামী যুবলীগের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।