December 1, 2023, 11:49 pm
মোঃ আব্বাস আলী ঝিনাইদহ জেলা,(রিপোর্টার):৫ই অক্টোবর, ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১৯৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
সোমবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ২৮ টি নমুনার রিপোর্টে নতুন ৬ জন আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে সদরে ৫ ও কালীগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯৪৩ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ১৭১৬ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৩৩ জন মৃত্যুবরণ করেছে।
ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯৪৩ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৯৬৮ জন,শৈলকুপায় ২৩৫ জন,হরিনাকুন্ডুতে ১১১ জন, কালীগঞ্জে ৪২৩ জন, কোটচাঁদপুরে ১২৩ জন ও মহেশপুরে ৮৩ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের এলাকাসমূহঃ
»সদর(৫)
১.কোড়া পাড়া,২.আরাপপুর,৩.হামদহ,৪.পবহাটি,৫.নতুন কোর্ট পাড়া
»কালীগঞ্জ(১) রামনগর