December 1, 2023, 12:32 pm
রিপোর্টার ঝিনাইদহ জেলা:ঝিনাইদহ সদর থানা গোলঘরে ঝিনাইদহ সদর থানা এলাকায় বসবাসরত হিজরা সিনিয়র ও জুনিয়র গ্রুপের বিগত ১০ (দশ) বছরের বিরোধ নিরসন করেন জনাব মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ঝিনাইদহ থানা, ঝিনাইদহ। এসময় সিনিয়র গ্রুপের প্রতিনিধি আকাশি এর ১০ (দশ) বছর পূর্বে তার স্বর্ণের বন্ধক রাখা বালা ১,৬৩,০০০/- (এক লক্ষ তেষট্টি হাজার) টাকার বিনিময়ে জুনিয়র গ্রুপের বর্ষার হাত থেকে ফেরত নিচ্ছেন।