December 1, 2023, 12:12 pm
মোঃহেদায়েতুল্লাহ ঝিনাইদহ রিপোর্টার:
কালিগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম এবং ৮নং মালিয়াট ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে চিত্রা নদী। এই নদ দুটি ইউনিয়নের মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে। নির্মিত বাঁশের সাঁকো দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষের সেতু বন্ধন।
প্রতিদিন অসংখ্য মানুষ সাঁকোটি ব্যাবহার করে থাকে। দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ একতারপুর গ্রামে আসার এক মাত্র বাঁশের সাঁকো। প্রতিদিন পারখিদ্দা গয়েসপুরের অনেক ছাত্রছাত্রী সাঁকোটি দিয়ে একতারপুর মাধ্যমিক বিদ্যালয় ও একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাফেজী মাদ্রসায় যাতায়াত করে থাকে।এছাড়া উভয় পাড়ের মানুষের যাতায়াতের সংক্ষিপ্ত রাস্তা এটি। সংযোগ সাঁকো না থাকলে উভয় পাড়ের মানুষের ৮ কিঃ মিঃ কিলোমিটার দুর থেকে ঘুরে আসতে হতো। ফলে স্কুল,মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা,অভিভাবক,কৃষকও খেটেখাওয়া সাধারন মানুষ পড়তে হতো চরম বিপাকে।
স্থানীয় ইউপি মেম্বর মোঃ রবিউল ইসলাম জানান সাঁকোর স্থলে একটি সেতু নির্মানের দাবি দির্ঘদিনের অনেকেই প্রতিশ্রতি দিলেও কোন ফল হয়নি যা অঙ্গিকারেই থেকে গেছে।
ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসি তাদের দাবি সাঁকোর স্থলে একটি সেতু নির্মামের জন্য সংশ্লিষ, উর্ধতম কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী,