December 2, 2023, 12:06 am
হেদায়েতুল্লাহ ঝিনাইদহ রির্পোটার:
ঝিনাইদহ-৪ আসনের এমপি জাতীয় সংসদ সদস্য আনারুল আজীম আনারের সুস্থতায় কালীগঞ্জ ৮নং মালিয়াট ইউনিয়নের সাইট বাড়িয়া গ্রাম বাসীর পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা বাদ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা মেহেদী হাসান খতিব, সাইট বাড়িয়া উত্তর পাড়া জামে মসজিদে। এ সময় উপস্থিত ছিলেন ৮নং মালিয়াট ইউনিয়ন যুবলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলাম (নান্নু),আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাস্টার ওলিয়ার রহমান ।
উল্লেখ্য,সংসদ সদস্য আনারুল আজিম আনার গত ৪ দিন ধরে জ্বর ও মাথা ব্যাথাজনিত অসুস্থতায় ভুগছেন। তবে নির্ভরযোগ্যসূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকাল থেকে তিনি বেশ সুস্থতা অনুভব করছেন। এদিকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তার সুস্থতায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।