December 1, 2023, 12:31 pm
সুজল কুমার সরকার ;ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর থানা যুবলীগের আয়োজনে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে। শুক্রবার জুম্মাবাদ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা দারুল কোরআন হাফেজীয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে রান্না খাবার পরিবেশন করা হয়।
সদর থানা যুবলীগের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহীম খলিল রাজা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ বাসের আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি ডাক্তার সিরাজ,সমাজ সেবক মুরাদ খানসহ সদর থানা যুবলীগ ও স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ ফজলুল হক মনি এর বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।