September 25, 2023, 3:12 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুদের টাকা না দেয়ায় দিনমজুরকে শিকলবন্দী বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলাপাড়া উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন ঈশ্বরদীতে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ঝিনাইদহ জেলা ও মাগুরা জেলা এই দুইটি জেলায় দায়িত্বে আছেন, খালেদা খানম (এমপি) নিজের বাসায়, ৬ষষ্ঠ তলা কৃষি গ্রীনহাউজ–

২২ | ০৬|২০২১| রোজ, মঙ্গলবার।
আব্দুর রাজ্জাক (মন্টু) মামু,
কালীগঞ্জ ঝিনাইদহ।

— যেতে—— হবে—– বহুদূর—-
বাংলাদেশের ভিতরে বন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর পরিদর্শন।
হর্টি কালচার, সরকারি নার্সারি, সরকারি নার্সারি প্রতিষ্ঠানে পরিদর্শন করে অভিজ্ঞ অর্জন করেছেন।
শুধু বাংলাদেশ না, তিনি বিদেশ সফর করেছেন। এই কৃষি ভিত্তিক গুনা গুন নেত্রী।
ঝিনাইদহ ও মাগুরা সংরক্ষিত মহিলা ৩২৭ আসন। খালেদা খানম (এমপি)
এই খালেদা খানম (এমপি )বিভিন্ন জায়গায় কৃষিবিদ পরিদর্শন করেছেন।
সরকারি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারী ও বন বিভাগের কর্মকর্তা কর্মচারী পরিদর্শন কালে সময় উপস্থিত থাকেন,ঝিনাইদহ জেলা ও মাগুরা জেলা, এই দুইটি সংসদীয় এলাকা দায়িত্বে আছেন। মানবতার আর এক নামঃ ফেরিওয়ালা।সে হলো খালেদা খানম (এমপি) ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গরীবের বন্ধু, একজন মানবতার ফেরিওয়ালা উন্নয়নের রূপকার, মাদকের বিরুদ্ধে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর আদর্শের ভালো বেসে রাজনীতি করেন। ৫০ টি মহিলা আসনে ভিতরে খালেদা খানম (এমপি) সাহেবা জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। রাজ পথের একজন দুর্ধর্ষ সাহসী নেত্রী, এই ঝিনাইদহ জেলা বাসীর, মা ও মাটি সুযোগ্য সফল একজন সৎ নেত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন একজন নেত্রী, খালেদা খানম (এমপি) সাহেবা। এই ঝিনাইদহ জেলা বাসির প্রাণ প্রিয় নেত্রী। বৃক্ষের সাথে আত্মার সাথে গাঁথা, খালেদা খানম (এমপি) মাননীয় প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের নেত্রী। জনোনেত্রীঃ শেখ হাসিনার বৃক্ষের ভিত্তিতে পুরস্কার প্রাপ্ত বিভিন্ন ফুলের জন্মদাতা কারী। সে হলো খালেদা খানম (এমপি) তিনি এই বৃক্ষের সাথে দীর্ঘ -(৫০) বছর ধরে জড়িত আছেন। তিনি ছোটকাল থেকে বৃক্ষকে ভালবাসেন, যে কয়দিন বেঁচে থাকবেন। সেই কয়দিন এই বৃক্ষের সাথে ভালোবেসে মরতে চায়। তার জীবন চলার পথ থেকে যাবে, যে টুকু সময় তিনি পান, সব সময় গাছ গাছালির নিয়ে ব্যস্ত থাকেন, খালেদা খানম (এমপি) শুধু তাই নয়,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। খালেদা খানম (এমপি) সাহে বা। নিজ বাসায় ৬ তলা গ্রীন হাউজ তৈরি করেছেন। এবং গাছগাছালি চর্চা কার্যক্রম চলমান আছে। সবার দেখার জন্য আমন্ত্রণ রইলো। আপনারা সবাই খালেদা খানম( এমপি) সাহে বার জন্য দোয়া করবেন। দেখা হবে, রাজপথে, কথা হবে, খালেদা খানম (এমপি) সাহে বার মোবাইল ফোনে। এ সময় সফরসঙ্গী হিসেবে থাকেন ,খালেদা খানম এমপি সাহেবার প্রাণপ্রিয় স্বামী।
তিনি দায়িত্ব আছেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ঝিনাইদহ জেলা শাখার, সভাপতি ও ঝিনাইদহ সদর উপজেলা মানবাধিকারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, মনিছুর রহমান (কারু) এ সময় সফরসঙ্গী হিসেবে ছিলেন,খালেদা খানম (এমপি) সাহেবার সুযোগ্য পুত্র। ঝিনাইদহ জেলা কওমি মাদ্রাসার সভাপতি, সে হলো সাব্বির আহমেদ (রুকু)

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com