October 2, 2023, 4:00 am
মোঃ বাবলু মিয়া খুলনা বিভাগীয় ক্রাইম রিপোর্টার,
চুয়াডাঙ্গা দর্শনার নাস্তিপুরের মোঃ আকতার হোসেন ওরফে লাবনী হিজড়া হত্যা মামলায় প্রধান আসামি করে ঝিনাইদহ আদালতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ঐ মামলায় কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকী হিজড়ার নামে প্রধান আসামী করে ঝিনাইদহের চাকলা পাড়ার বর্ষা মীর নামে তৃতিয় লিঙ্গের এক হিজড়া ১১ নভেম্বর বুধবার ঝিনাইদহ কোর্টে একটি হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ শুনানীর পর কোটচাঁদপুর থানাকে এজাহার হিসাবে গ্রহন করে আসামি গ্রেফতারের নির্দেশ দেন ঝিনাইদহ জর্জ কোর্ট। যার পিটিশন নাম্বার-৬৯/২০ ও স্মারক নাম্বার-৬৪৯/১১,১১,২০২০ তারিখ।বিস্তারিত আগামি কাল আসছে.