October 1, 2023, 3:10 pm
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ
সামনে আসছে আগামী ইউপি নির্বাচন আর এই নির্বাচনে ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার ৩ নং কুশনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী। জনাব মোঃ রওশন মালীতা, গরীব দুঃখী ও অসহায় খেটে খাওয়া মানুষ এর একমাত্র আপনজন, ও বিশিষ্ট সমাজসেবক এলাকার স্বনামধন্য ব্যক্তি। ও আওয়ামী লীগের কুশনা ইউনিয়নের ত্যাগী নেতা জনাব মোঃ রওশন মালীতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিন ৩ নং কুশনা ইউনিয়ন বাসী। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
৩ নং কুশনা ইউনিয়নের ইতিপূর্বে সমস্ত ওয়ার্ডে সকল শ্রেণী পেশা মানুষের কাছে গিয়ে চেয়াম্যান প্রার্থী হিসাবে সমর্থন ও দোয়া চাওয়াসহ তার প্রার্থীতা জানান দিচ্ছেন।
এছাড়া সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ রওশন মালীতা, প্রতিদিন ৩ নং কুশনা ইউনিয়নের বিভিন্ন স্থানে যেয়ে তিনি তার প্রার্থী হিসাবে কুশল বিনিময়, মতবিনিময় অব্যহত রেখেছে।তিনি একজন সৎও যোগ্য প্রার্থী মনে করেন, সাধারণ খেটে খাওয়া গরীব দুঃখী ও অসহায় মানুষের সেবা করতে চান, তিনি একজন উদার মনের মানুষ,জনাব মোঃ রওশন মালীতা,