September 25, 2023, 4:05 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
প্রতিনিয়তই গণসংযোগ করছেন মনোনয়ন প্রত্যাশী ”ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন “সুশৃঙ্খল সমাজ গঠনের প্রত্যয়ে, মিলেমিশে কাজ করবো একসাথে” শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ গোপালগঞ্জ এর নিরাপত্তাজনিত আলোচনা সভা’ নন্দীগ্রামে মুকুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৬ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ একাধিক প্রাথী থাকলেও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে এমপি আনার

কালিগঞ্জ প্রতিনিধি:
ঝিনাইদহ-৪ আসনটি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদর জেলার নলডাঙ্গা ইউনিয়ন, ঘোড়াশাল ইউনিয়ন, ফুরসুন্ধি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ৮৪ নং আসন। কিছু বিশেষ বৈশিষ্টের জন্য এমপি আনার এলাকার ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয় একজন নেতা।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার এলাকায় কখনো তাকে পুলিশি প্রটোকল ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাত যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যান্ত অ লের যে কোন গ্রামে পৌছে যান। কেউ ফোন করলেই দিন-রাত যে কোন সময় তিনি তার বাড়িতে পৌছে যান। এছাড়া তিনি কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনীর এলাকার প্রত্যান্ত অ লের গ্রামের পর গ্রাম চষে বেড়ান। তার নির্বাচিত এলাকার যে কোন গ্রামে মৃত্যু সংবাদ পেলেই ছুটে যান তার বাড়িতে। তাদের সাথে কথা বলেন। শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা দেন। একই দিনে ১০ জন মৃত ব্যক্তির জানাযায় অংশ গ্রহণ করারও রেকর্ড রয়েছে তার। এ পর্যন্ত তরুণ এই সাংসদ ১৫ হাজার মৃত্যু মানুষের দোয়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের ন্যায় ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় প্রস্তুতি শুরু করছেন এই আসনের বড়দল গুলো, আওয়ামীলীগ বিএনপি এবং বসে নেই জামায়াতে ইসলামী। দলের সাম্ভব্য প্রার্থীর সমর্থকদের সরব হওয়ার বিষয়টি তারা জানান দিচ্ছেন গনসংযোগ , ঝিনাইদহ-৪ আসন মুলত কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা, ঘোড়শাল, ফুরসনিন্দ ও মহারাজপুর ইউনিয়ন নিয়ে এই সংসদীয় আসন গঠিত। এই আসনে বর্তমান মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৮৪৬ জন।
কাদাপথে লাশবাহি এ্যাম্বুলেন্স চালিয়ে জনগণের সেবক পরিচয় দিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

ঝিনাইদহ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের নির্বাচিত সংসদ সদস্য। উপজেলা আওয়ামলীগের নির্বাচিত সাধারন সম্পাদক, একজন ক্রীড়া সংগঠক এবং এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়ার। ছাত্র জীবনে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগীতার ফুটবলে তার নেতৃতাধীন দল কালীগঞ্জ সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তার হাত ধরেই কালীগঞ্জ উপজেলা শহরের মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজ ও ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারী করণ হয়। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে নিয়ে রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দ্বায়িত্ব পালন করেন। এত বেশি ব্যবধানে এর আগে কখনো কেউ জয়ী হয়নি। জাতীয় নির্বাচন গুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন।

শহরের সর্ব মহলে এখন আলোচনা চর্চা হচ্ছে কে হতে পারেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার কান্ডারি। শহরবাসী বলছেন, শোষণ শাসনের এমপি চান না তারা, চায় ঝিনাইদহের মাটি ও মানুষের কাছের মানুষ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য। আমি এখন জনগনের কাছে দ্বায়বদ্ধ, আমি এখন তাদের সেবক। দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি জনগনের পাশে থাকার চেষ্টা করেছি, এখনো আছি। আমার নেত্রী চাইলে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য জীবন দিয়ে হলেও সেবার কাজ করে যেতে চাই, বলছিলেন তরুণ এই সংসদ আনোয়ারুল আজিম আনার।

ঝিনাইদহের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, ত্যাগি আওয়ামীলীগের নেতাকর্মি ও শহরের সাধারন ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, নানামুখী জনসেবা ম‚লক কর্মকান্ড বিগত দিনে শহরবাসীর নজর কেড়েছে। ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় পানির সমস্যা, জলাবদ্ধতা, ঘর নির্মাণ, এতিম অসহায় শিশুদের শিক্ষা, আর্থিক অনুদান প্রদান,অসহায় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খাদ্য বিতরণ,করোনাকালিন সময়ে জীবনকে বাজি রেখে মানুষের পাশে থাকাসহ যাবতীয় দায়িত্বভার গ্রহণ ও বিভিন্ন কার্যক্রম কালীগঞ্জ বাসির মনে জায়গা করে নিয়েছে। ঝিনাইদহ ৪ আসনের আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মি রিতিমতো আনারের কার্যক্রম নিয়ে গর্ববোধ করেন।

এ আসনে শেষ ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার এমপি নির্বাচিত হন। আনোয়ারুল আজিম আনার জানান, আওয়ামীলীগ সব সময়ই জনগণের দল হিসাবে সরকার গঠন করেছে। দেশ ও জনগণের উন্নয়ন করে সাধারন মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেকসই উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিকভাবে দেশের মান মর্যাদা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। গত সাড়ে ৯ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি আমার নির্বাচনী এলাকায় বিশাল উন্নয়নের কর্মযজ্ঞ শেষ করেছি। বাকি উন্নয়ন কাজ চলমান রয়েছে। তাছাড়া আমি সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার প্রত্যান্ত অঞ্চলের গ্রামে গ্রামে গিয়ে তৃণমূলের মানুষের কাছে গিয়ে সেবা দিয়ে আসছি। নির্বাচনী এলাকার মানুষের সুখে অসুখে আমি সব সময় পাশে থাকার চেষ্টা করি।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com