December 1, 2023, 10:54 pm
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ:
শীতকাল আর পিঠা একসূত্রে গাঁথা। গত কয়েকদিন হলো হাড় কাপানো শীতের ধাক্কা , এই ধাক্কায় ঝিনাইদহ শহরে মোড়ে মোড়ে শুরু হয়েছে বিভিন্ন পিঠা বিক্রির ধুম। গ্রাম গঞ্জের দরিদ্র মানুষগুলো ্এই শীতের মৌসুমে খেজুরের রস,গুড় দিয়ে তৈরি করছে বিভিন্ন পিঠা ঝিনাইদহ শহরের মোড়ে মোড়ে। এছাড়াও ঝিনাইদহের মোড়ে মোড়ে ভ্রাম্যমান পিঠার বিক্রিরও মহড়ো শুরু হয়েছে। প্রতিনিয়ত বিকালে বিভিন্ন কর্মস্থান থেকে ছুটে আসা মানুষের পিঠা খাওয়ার ধুম। বিভিন্ন পিঠা বিক্রেতা বলেন , শহরের বসবাস অনেক মানুষের । তাদের এই শীতের মৌসুমে সব ধরনের পিঠা তৈরি করা অসম্ভাব, তাই সকলের চাহিদা মোতাবেকে আমরা এই শীতের আমেজে আমাদের এই আয়োজন