September 25, 2023, 3:18 am
মোঃ শহিদুল ইসলাম রতন জেলা প্রতিনিধি জয়পুরহাট:
জয়পুরহাটে চকবরকত ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত(৬সেপটেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাইয়ন কবির৷
অভিযুক্তরা হলেন শহিদুলের ছেলে রাজু ও তার ভাই আসমাউল বাবা শহিদুল৷ আহত গ্রাম পুলিশ আঃ গফুর (৬০)বাদী হয়ে ওই দিন বিকেলে তিনজনের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে যানা যায় উপজেলার চকবরকত ইউনিয়ন পরিষদে রাজু স্ত্রীকে নির্যাতন করা স্বামী রাজুর বিরুদ্ধে চকবরকত পরিষদে লিখিত অভিযোগ দিলে পরিষদ থেকে গ্রাম পুলিশ আঃ গফুর নোটিশের কপি রাজুর বাড়িতে পৌঁছাতে গিয়ে ওই সময় গ্রাম পুলিশের উপর রাজু ও তার বাবা শহিদুল হামলা করেন এবং বেধরক মারপিট ও সরকারি গায়ের পোষাক ছিঁড়ে ফেলা হয়েছে৷
এবিষয়ে রাজু জানান আমার স্ত্রীর সংঙ্গে পারিবারিক একটু ঝগরা হয়েছে আমার স্ত্রী পরিষদে অভিযোগ দিয়েছে শালিশ বৈঠকের নামে পরিষদে ডেকে নিয়ে আমাকে মধ্যযুগীয় কায়দায় মারপিট করেছে আমি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়ে আদালতে চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছি আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে৷
চকবরকত ইউপি চেয়ারম্যান সাজাহান বলেন, সে মাদক সেবন কারী ,স্ত্রীকে নির্যাতন করায় তার স্ত্রী পরিষদে অভিযোগ দিলে নিয়ম মাফিক তিনবার তার বারিতে গ্রাম পুলিশ নোটিশ নিয়ে গেলে রাজু সহ কয়েকজন মিলে গ্রাম পুলিশকে মারধর করেন।