December 2, 2023, 12:01 am
স্টাফ রিপোর্টার:
(মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান
দেশের যুব সমাজকে বাঁচান)
জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে ২৭/১০/২০২০ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল রুপসা থানাধীন সেনের বাজার ফেরীঘাট সংলগ্ন ঈদগাহ ময়দানের সামনে (লেগুনা স্ট্যান্ড) থেকে আসামি ১। মোঃ উজ্জল শেখ (২৬), পিতা-আলম শেখ, মাতা- জাহানারা বেগম, বর্ত-মান সাং-নিশিপুর (মল্লিকপুর), থানা-তেরখাদা, জেলা-খুলনা, স্থায়ীসাং- আলীপুর, ডেইরী ফার্ম সংলগ্ন, ভ্যাটেনারী কলেজের পার্শ্বে, আলমগীরের বাড়ী) , থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম, ২। মোঃ আলী (৩০), পিতা- মৃত আঃ সোবাহান, মাতা- ফেরদৌস বেগম, সাং-আদর্শগ্রাম, পোঃ মিরেরহাট, থানা-হাটহাজারী, জেলা-চট্রগ্রামদ্বয়কে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ৬২ (বাষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ২৭/১০/২০২০ তারিখ রাত্র ২২.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।