October 1, 2023, 4:29 pm
লেখক:ফরিদুজ্জামান।
মোঃ মানছুর রহমান (জাহিদ)
স্টাফ রিপোর্টার:
জীবন যুদ্ধে নেমেছি যখন
যুদ্ধ আমি করবোই,
জীবনটাকে মনের মতো
সুন্দর ভাবে গড়বোই।
আসুক যতই বাঁধা জীবনে
ভয় আমি করবোনা,
ন্যায়ের পথে থাকবো অটল
সঠিক পথটা ছাড়বোনা।
ছুটবো আমি সবার আগে
পিছন ফিরে তাকাবোনা,
নিন্দুকের ঐ নিন্দায় আমি
কভু পিছু হাটবোনা।
পরাজয়ের শেষ বেলাতেও
জয় ছিনিয়ে আনবো,
হারার জন্য নয়তো জীবন
বুক ফুলিয়ে লড়বো।
জিতবো আমি জিতবো রে ভাই
জীবন যুদ্ধের এই খেলায়,
পৃথিবীর বুকে দেখবে সবাই
বিজয়ী বেশে এ-ই আমায়।