October 2, 2023, 3:43 am
ক্রাইম রিপোর্টার
এম তানভীর আলম
বর্তমানে কুমিল্লার আলোচিত ঘটনার একটি যুবলীগ নেতা জিল্লুর চৌধুরী ওরফে জিলানী চৌধুরী হত্যা মামলা, আর সেই হত্যা মামলা সহ আরো দুটি মোট তিনটি হত্যা মামলার ঘটনা অনুসন্ধানে মাঠে নামি আমরা, আর অনুসন্ধানে বেরিয়ে আসে অনেক অজানা তথ্য,গত ১১নভেম্বর নিজ এলাকায় বলতে গেলে বাসার সামনেই খুন যুবলীগ নেতা জিল্লুর ওরফে জিলানী চৌধুরী এরই সুত্র ধরে আমরা কথাবলি ঐ এলাকার স্থানীয় এলাকাবাসীর সাথে,তাদের সাথে কথা বলে জানা যায় জিল্লুর হত্যা এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এর হত্যা প্রায় একই সূত্রে গাথাঁ, তারা বলেন জিল্লুর কে হত্যাকারীরা এসেছিল মোটর সাইকেলে এবং দেলোয়ারের হত্যাকারীরা ও এসেছিল মোটর সাইকেলে, জিল্লুর কে হত্যাকরা হয় তার নিজ এলাকায় বলতে গেলে বাসার সামনে দেলোয়ার কেও হত্যা করা হয় তার নিজ এলাকায় বলতে গেলে বাসার সামনে, জিল্লুর কে হত্যা করা হয় তার স্ত্রী, পুত্র, স্থানীয় এলাকাবাসীর সামনে দেলোয়ারকেও হত্যাকরা হয় তার বড় ভাই,প্রতিবেশি এবং তার কর্মীদের সামনে সব থেকে বড় কথা হল দুইজনকেই হত্যা করা হয় স্থানীয় কাউন্সিলর নির্বাচন,সন্ত্রাসীদের কতৃক এলাকায় আধিপত্য বিস্তারে বাধাঁ দেওয়ায় বিশেষ করে চৌয়ারা বাজার নিয়ে এবং আর বিষয় আমাদের অনুসন্ধান টিমের সামনে আসে তা হল এলাকাবাসী দের বক্তব্য দুইজনকেই নিকটতম এবং স্থানীয়দের সামনে হত্যা করার কারন হল, হত্যাকারীরা তাদের আধিপত্য বিস্তার,এলাকার মানুষ দের জিম্মি এবং জনমনে তাদের ভয় তৈরিকরে রাখতেই এই হত্যাকান্ড সংঘটিত করেছে,তবে হাস্যকর হলেও সত্যি যে এই দুই হত্যা মামলায় পুলিশের ভূমিকা ও একই ধরনের, দেলোয়ার হত্যা মামলায় যেমন তিন তদন্তকারী সংস্থা বদল হওয়ার পরেও কোন অগ্রগতি হয়নি তেমন জিল্লুর হত্যা মামলা ও আজকে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কো আশানুরুপ ফল পায়নি এই নিয়ে এলাকাবাসীদের মনে চরম ক্ষোভ বিরাজ করছে তাদের সবার কথা একটাই আর কত মায়ের বুক খালি হলে, আর কত শিশু পিতা হারাঁ এতিম হলে, আর কত মানুষ নিজের বুকের তাজা রক্ত দিলে স্থানীয় প্রশাসনের এই অদ্ভুত নিরবতা কাটবে আমাদের ও প্রশ্ন রইল একটাই।