December 1, 2023, 11:36 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
তেতুলিয়ায় নিখোঁজের, ৫ দিন পর, যুবকের মরদেহ উদ্ধার একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে,পদ্মায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নৌপুলিশ অভিযান, আটক-২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা মার্কা) আজ সন্ধ্যায় ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে পার্বতীপুরে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ বিএনপির আরও ১০ নেতাকর্মী আটক যুবদল নেতার বাড়িতে হামলা मेला लखदाता सरकार, काकी गांव रामा मंडी, जालंधर, बूटा राम ਮੇਲਾ ਲੱਖ ਦਾਤਾ ਸਰਕਾਰ ਦਾ, ਕਾਕੀ ਪਿੰਡ ਰਾਮਾ ਮੰਡੀ, ਜਲੰਧਰ ਬੂਟਾ ਰਾਮ পটুয়াখালী ৪ আসনে আ’লীগের মনোনয়নে আশাবাদী দুই ডজন হেবিওয়েট প্রার্থীরা মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাএী নিহত

জামালপুর পৌর নির্বাচনে নৌকার মাঝি ছানোয়ার হোসেন ছানু

এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি:

আসন্ন জামালপুর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।

জামালপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২জন নেতাকর্মী দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন প্রত্যাশীদের সকল কাগজপত্র যাচাই বাছাই শেষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা আওয়ামী লীগ সকল মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রেরণ করেন।

শনিবার ৩০শে জানুয়ারি দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত দলীয় নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুকে চুড়ান্ত ভাবে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

সেই খবর আশার পর থেকে, জামালপুর জেলা আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সমর্থক ও ভোটারদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ছানোয়ার হোসেন ছানুকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ায় জামালপুরের নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে শহর জুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

জামালপুর পৌরসভার নতুন এ নৌকার মাঝি ঢাকা থেকে জামালপুর আসার পথে শহরের প্রবেশ পথে বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। জামালপুরে পৌঁছে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সকল নেতৃবৃন্দদের সাথে স্বাক্ষাত শেষে দলীয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ নেতা।শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র প্রার্থী নৌকার মাঝি ছানোয়ার হোসেন ছানু।

এসময় ছানোয়ার হোসেন ছানু আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও জামালপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পৌর বাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আগামী ২৮ ফেরুয়ারি জামালপুর পৌরসভা নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট প্রদান করে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com