October 2, 2023, 5:36 am
এমরান হোসেন,জামালপুর প্রতিনিধিঃজামালপুর পৌরসভার দুইটি সড়কের ৭ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে জামালপুর পৌরসভার নকিবউদ্দিন হাসপাতাল থেকে পুরাতন পৌরসভা গেট পযর্ন্ত ৫ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটার ড্রেনসহ পাকা সড়ক ও ডাকপাড়া মোড় থেকে নাছিরপুর স্কুল পর্যন্ত ২ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে ২.৪ কিলোমিটার রাস্তার কার্পেটিং সড়কের প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য নাঈম রহমান ,আওয়াল চিষতী, ১৫নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ও সাধারন সম্পাদক প্রার্থী উজ্জল মিয়া ,ঠিকাদার আলম এন্টার প্রাইজের পক্ষে বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধার সন্তান সুশান্ত চক্রবর্তী মিঠু প্রমুখ।