December 1, 2023, 1:42 pm
এমরান হোসেন,স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের মেলান্দহ উপজেলায় নিখোঁজের ২০দিন পর সেপটি ট্যাংকি থেকে আমান (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।
শনিবার দাখিল(১৫) নামে এক কিশোর মেলান্দহ থানায় উপস্থিত হয়ে নিখোঁজ আমানকে হত্যা করে সেপটি ট্যাংকিতে ফেলে দেয়ার কথা মেলান্দহ থানার পুলিশকে জানায়। তার স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার দুরমুঠ ইউনিয়নের সরুলিয়া গ্রামের মসজিদের সেপটি ট্যাংকি থেকে আমানের(১৪) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমান মাদারগঞ্জের ভেলামারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম খান জানান, আমান মেলান্দহের সরুলিয়া গ্রামে তার মামার বাড়ি গত ১৫ আগষ্ট বেড়াতে এসে নিখোঁজ হয়। নিহত আমান মামার বাড়ি এসে সমবয়সীদের সাথে খেলায় অংশ নেয়। খেলায় গিয়ে ওই এলাকার বাসিন্দা মো. দাখিল (১৫) নামে এক কিশোরের সাথে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে দাখিল গলায় রশির ফাঁস দিয়ে আমানকে হত্যা করে সেপটি ট্যাংকিতে ফেলে দেয়। পরে ঘটনার ২০ দিন পর হত্যাকারি দাখিল নিজেই মেলান্দহ থানায় হাজির হয়ে খুনের ঘটনা ওসিকে জানায়। ওসি রেজাউল করিম খান দাখিলকে সাথে নিয়ে আমানের মামার বাড়ির পার্শ্বে মসজিদের সেপটি ট্যাংকি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্বস্বীকৃত হত্যাকারী দাখিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রেজাউল করিম খান হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।