October 1, 2023, 2:39 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

জামালপুরে মুদি দোকানিকে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে আক্কাস আলী (৪৫) নামে এক মুদি দোকানিকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অন্য ৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত ।একইসাথে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ৪ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন উক্ত আদালত।

সোমবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ মোঃ জুলফিকার আলী খানের আদালত এই চাঞ্চল্যকর হত্যা মামলাটির রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, বকশীগঞ্জের উত্তর মাঝপাড়া গ্রামের মৃত সালাম মিস্ত্রির ছেলে হানিফ মিস্ত্রি (৪৫), সীমারপাড় গ্রামের বাচ্চু শেখের ছেলে মোঃ ফরিদ (৩৫), আব্দুল লতিফের ছেলে ফরিদ মিয়া (৪০) ও মৃত হাসেন আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২৯ এপ্রিল রাত ১১ টায় বাজারে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান আক্কাস আলী ওরফে সাদা আক্কাস। সেই রাতে কুটির ঘাট এলাকার হানিফ মিস্ত্রির বাড়ির আঙিনায় জুয়ার আসরে তিনি রাতভর জুয়া খেলেন। আসরে টাকা নিয়ে জুয়াড়িদের সাথে আক্কাস আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে দেওয়া হয়।

পিতাকে হত্যার ঘটনায় ছেলে সাইফুল ইসলাম (১৭) বাদী হয়ে ৯ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জন আদালতে সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন নির্মল কান্তি ভদ্র।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com