October 1, 2023, 3:15 pm

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা যিনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে সত্যিকারে কর্মঠ, তাঁর সামনে কোন কিছুই বাধা হতে পারে না নাটোর গুরুদাসপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার নাটোর গুরুদাসপুরে গৃহবধূ খুনের ঘটনায় ০৩ দিন পেরিয়ে গেলেও ঘাতক স্বামী এখনো পলাতক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৩,৫,৬,ও ৭ ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিল সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হাকিমপুর হিলিতে অসহায় মহিলাকে শারীরিক নির্যাতন, অভিযুক্ত সাবেক স্বামী,দেবর, ভাসুর, শ্বশুড়

জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৪৭৮টি উপকারভোগী পরিবারের হাতে তাদের জমি ও ঘরের দলিলপত্র হস্তান্তর

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার সাতটি উপজেলায় আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীন ১৪৭৮টি পরিবারের হাতে মুজিববর্ষের উপহার জমি ও ঘরের মালিকানার দলিলপত্র হস্তান্তর করেছে জেলা প্রশাসন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশনে সরাসরি সম্প্রচারে উদ্বোধন ঘোষণা করার পরপরই এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

“মুজিববর্ষের অঙ্গিকার, কেউ গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্প হতে জামালপুর জেলার সাতটি উপজেলায় প্রথম ও দ্বিতীয় দফায় ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন ১৪৭৮টি পরিবারকে পুনর্বাসনের জন্য ১৪৭৮টি আধাপাকা ঘর নির্মাণ করা হয়। এতে প্রকল্প থেকে ঘর নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া যায় ২৫ কোটি ২৭ লাখ ৩৮ হাজার টাকা এবং ঘর নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য প্রতিটি ঘরের জন্য আরো ৪ হাজার টাকা করে বরাদ্দ আসে। এই হিসাবে প্রতিটি ঘরের জন্য ব্যয় হয় ১ লাখ ৭৫ হাজার টাকা করে।জামালপুর সদরের ভূমিহীন ও গৃহহীন চারশত পরিবারের হাতে জমি ও নতুন ঘরের মালিকানার দলিলপত্র হস্তান্তর করেন ইনঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন এমপি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

২৩শে জানুয়ারি সকালে জমি ও আধাপাকা ঘর প্রদানের জন্য জামালপুর সদর উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন মিলনায়তনে সরাসরি টিভিতে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণা সম্প্রচারের পরপরই সদর উপজেলার চারশত গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের মালিকানার দলিলপত্র হস্তান্তর করেন সদর আসনের সংসদ সদস্য ইনঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি , জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী এবং সদরের নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সদরের এসিল্যান্ড মাহমুদা বেগম, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

একই সময়ে জেলার ইসলামপুরে ৮৮টি, মাদারগঞ্জে ১২১টি, মেলান্দহ উপজেলায় ২৬০টি, বকশীগঞ্জে ১৪২টি, সরিষাবাড়ীতে ২৯৫টি ও দেওয়ানগঞ্জ উপজেলায় ১৭২টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে তাদের জমি ও ঘরের মালিকানার দলিলপত্র হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com