October 2, 2023, 5:18 am
এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ভাষা সৈনিক কয়েস উদ্দিন ও প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন।
আজ দুপুরে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত করোনার টিকাদান কেন্দ্রে তারা ভ্যাকসিন গ্রহণ করেন। এ সময় জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাবেক সভাপতি এম এ জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। টিকা গ্রহণ শেষে দৈনিক সংবাদের সাবেক প্রতিনিধি প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর বলেন, করোনা ভ্যাকসিন নিরাপদ, আমি ভ্যাকসিন গ্রহণ করে খুবই খুশি। সবাইকে আস্থার সাথে এই টিকা গ্রহণের আহবান জানান তিনি।