October 1, 2023, 3:39 pm
এমরান হোসেন,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শফিক জাহেদী রবিন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে শফিক জাহেদী রবিন পেয়েছেন ১৩ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মনোয়ার হোসেন হাওলাদার পেয়েছেন ৩ হাজার ৪১৮ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের লিয়াকত হোসেন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৮ ভোট।
পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
পৌরসভার ১০টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৪ জন।এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩৯ জন ও মহিলা ভোটার ১২ হাজার ৭২৫ জন।