December 1, 2023, 1:19 pm
কামরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ৪শ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল সহ ২জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে জলঢাকা থানার বিশেষ অভিযান টীম পুলিশ সুপারে’র দিকনির্দেশনায়,
জলঢাকা থানার চৌকস সুযোগ্য অফিসার ইনচার্জ, মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ০৩ নং বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম চন্ডী বাবুর পাকুরতলা সর্বজনীন দুর্গা ও হরি মন্দির এর সামনে এ ২জনকে আটক করা হয়। আটককৃত আসামী ০১/ মোহাম্মদ সামিনুর ইসলাম পিতাঃ মৃত আব্দুস সাত্তার গ্রামঃ ছোটখাতা চাপানি ০২/আসামি মোঃ-মাহবুবার রহমান পিতাঃ- মৃত আব্দুল জব্বার গ্রামঃ গায়াবাড়ি শিলতলার ডাঙ্গা উভয় থানাঃ- ডিমলা জেলাঃ-নীলফামারী গনের দেখানো মতে বিশেষ কায়দায় সাদা প্লাস্টিকের বস্তায় মুখ বাধা অবস্থায় ট্রাকের বডি হতে ৪০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল যাহার মূল্য অনুমান ১০০০০০০/= (দশলক্ষ) টাকা ও ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেন। উক্ত তাঁদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং ২৮(৯)২৩ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(বি) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এর আগে হরেক রকম অভিযান চালিয়ে সুনাম কুড়িয়েছেন জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম মদক, চোরাকারবারি, ছিনতাই, জুয়া, মার্ডার সহ অনেক রকমের বে-আইনি কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিভিন্ন কৌশলে গ্রেফতারের মাধ্যমে আদালতে প্রেরন করায় জনগণের কাছ থেকে সুনাম কুড়িয়েছেন ওসি মুক্তারুল আলম। গত কয়েকমাসে তিন বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি।