September 25, 2023, 2:30 am
মোঃ গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ:
গতকাল শুক্রবার বিকেল ৩.০০ ঘটিকায় ঢাকার সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা অডিটোরিয়ামে dxn বিজনেস প্লাটফরমে স্টার ডায়মন্ড, স্টাররুবি,স্টার এজেন্ট পদবি অর্জনকারী একঝাঁক তরুণ উদ্দোক্তাদের জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে সেলিব্রিটি প্রদান কর হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের dxn সিস্টেমের সফল আইকন লিডার জনাব মোঃ শাহজাহান হাজী (ননি) স্যার আরও উপস্থিত ছিলেন Dxn বাংলাদেশ অফিসে কর্মরত কান্টিম্যানেজার সুদেশ নায়ার (ভারতীয়), এবং দেশ বিদেশের প্রায় পাঁচ শতাধিক সফল উদ্দোক্তা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ সুরুজ মিয়া ইস্টার ডায়মন্ড (রাজবাড়ী) বর্তমান প্রেক্ষাপটে দেশে যখন সবাই চাকুরির পিছনে দৌড়াচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তখন উদ্দোক্তা হাওয়ার আহবান জানিয়ে বলেন সবাই চাকুরির পিছনে না ঘুরে উদ্দোক্তা হন।আর উদ্দোক্তা হওয়ার সফল সিস্টেম নিয়ে ১৯৯৩ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করেম dxn ইন্টারন্যাশনাল কোম্পানি। বাংলাদেশে আসে ২০০১ সালে। বাংলাদেশে ২০০১সাল থেকে যাত্রা শুরু করে বর্তমান সময় অবধি সফলভাবে অনেক বেকার যুবকদের স্বাবলম্বী করার কাজ করে যাচ্ছে dxn ইন্টারন্যাশনাল কোম্পানি। বর্তমানে দুইশত + কান্ট্রিতে ১.৬ মিলিয়ন ডিসট্রিবিউটারের মাধ্যামে ন্যাচারাল পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া এবং সিস্টেম অনুসরণ করে সফলভাবে ইনকাম করে যাচ্ছেন।