September 23, 2023, 2:17 am
মোহাম্মদ রোমান মিয়া,বারহাট্ট, নেত্রকোনা:
নেত্রকোণার বারহাট্টার মল্লিকপুর গ্রামবাসীর উদ্যোগ ও নিজ অর্থায়নের মাধ্যমে বিকল্প জায়গা দিয়ে রাস্তা বাস্তবায়নে কাজ চলছে। স্বাধীনতার ৫০ বছর পাড়ি দিলেও। আজও গ্রামে কোন উন্নয়নের দেখা মিলেনি। সরকারি সকল কর্মসূচিতে উক্ত গ্রামবাসীর উপস্থিতি থকলেও সরকারি কোন উন্নয়নের দেখা মিলেনি। স্থানীয় সরকার থেকে শুরু করে এমপি-মণ্ত্রী মহোদয় রাস্তার উন্নয়নের কথা দিলেও তাঁরা কোন প্রকার উন্নয়ন করেনি। তাই উক্ত গ্রামবাসী নিজ অর্থায়নের মাধ্যমে ৩০-১২-২০তারিখে রাস্তার উন্নয়নের কার্য্যক্রম শুরু করা কাজ ২৯-০১-২০ শেষ করে।