December 1, 2023, 10:36 pm
মোঃ শফিউল ইসলাম (শফিক):
লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাএ ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ এর ২০তম সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে মঙ্গলবার সকাল ১১ঘটিকা থেকে নানা আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এ উলক্ষে স্হানীয় কমরেড মনি সিংহ সৃতি জাদুঘর মিলায়তনে অনুষ্ঠিত শুরুতে পতাকা উক্তোলন ও দলীয় সংগীত পরিবেশনের পর আলমগীর হোসেন এর সঞ্চালনায় ছাএ ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ এর সভাপতি সাহান আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ছাএ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নলিনী কান্ত সরকার সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর ছাএ ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সরকার সাবেক ছাএ ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি রুপন কুমার সরকার সাবেক সভাপতি মোরশেদ আলম সাবেক সভাপতি ফরহাদ ইকবাল সরকার সাবেক সভাপতি শামসুল আলম খান সাবেক ছাএ ইউনিয়ন নেএী রঞ্চনা দেবী রায় জেলা ছাএ ইউনিয়ন নেতা গোলাম মোস্তফা হীরা জেলা ছাএ ইউনিয়ন নেতা আল আমিন খান উপজেলা ছাএ ইউনিয়ন নেতা কবিরুল ইসলাম প্রমৃখ পরবর্তীতে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে মোঃ আলমগীর হোসেন কে সভাপতি ও মোঃ আমিনুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা সংসদ এর কমিটি গঠন করা হয়