December 1, 2023, 1:01 pm
চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলা, পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা গ্রামের ‘শামসুল উলূম কওমী মাদ্রাসা এবং কোমলপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান সংস্থা “হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংক” সংগঠন এর মাধ্যমে কোরআনের পাখিদের মাঝে ৩০পিস নতুন পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে “হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংক” এবং চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন’র নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন উপস্থিত থেকে এই কার্যক্রম সম্পন্ন করেন।
চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ এনামুল কবির সবুজ, এবং “হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংক” সংগঠনের প্রতিষ্ঠাতা এ্যাডমিন বাবু বিশ্বাস, সোহেল রানা সবুজ, মাছুম বিল্লাহ্, সজল বিশ্বাস, আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মুফতি সবুর হোসেন, সহকারী শিক্ষক সহ অনেকেই উপস্থিত ছিলেন। “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে।
——-