September 25, 2023, 3:14 am

নোটিশ:
নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম:
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঝিনাইদহে বিকাশ, রকেট, নগদ, উপায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার রাস্তা প্রশস্তকরণ সম্পন্ন হলে পাল্টে যাবে মহাদেবপুর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সুদের টাকা দিতে না পারায় কৃষককে শিকলে বেঁধে নির্যাতনকারী, গ্রেফতার ০১ ডিবি পুলিশের অভিযানে গাঁজা,ইয়াবা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সুদের টাকা না দেয়ায় দিনমজুরকে শিকলবন্দী বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলাপাড়া উপজেলার শাখার আহবায়ক কমিটি গঠন ঈশ্বরদীতে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঈশ্বরদীতে দৈনিক বিজয় পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

চৌগাছা পরিবার’র পক্ষ থেকে এতিমখানায় নগদ অর্থ ও পবিত্র কোরআন শরীফ প্রদান

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলা ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোনা মাষ্টার ইসমাইল হোসেন এতিমখানা ও হাফেজী মাদ্রাসায় অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে (২০,০০০) বিশ হাজার টাকা প্রদান এবং সংগঠনের পক্ষ থেকে কোরআনের পাখিদের মাঝে নতুন কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”র নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন উপস্থিত থেকে এই কার্যক্রম সম্পন্ন করেন। উল্লেখ্য ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি আলী রেজা রাজু ও তার সহযোগী মোঃ রাসেল হোসেনের প্রচেষ্টায় ঢাকার একটি কোম্পানির আর্থিক সহযোগিতা নগদ অর্থ উক্ত বিশ হাজার টাকা সংগঠনের মাধ্যমে প্রদান করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক-নির্দেশনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামরুল হাসান, মোঃ রাকিব হোসেন, মোঃ শাহরিয়ার নাফিস, মোঃ নুর-আলম সিদ্দিক, মোঃ মোনায়েম হাসান, মোঃ রাকিব হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ সিফাত হুসাইন, মোঃ রিফাত আহম্মেদ এবং মাদ্রাসার মোহতামিম-হাফেজ কোরবান আলী মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনটি মানবতার কাজ করে চলেছে। এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তারা বলেন, দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।
————————

নিউজটি শেয়ার করুন

© All Rights Reserved sokolerbarta.com